Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মেয়রের বার্তা

আসসালামু আলাইকুম শহরের সম্মানিত মুসলিম নাগরিকদের এবং হিন্দু ও অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। 

প্রথমেই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাতে চাই যিনি আমাকে নাগরিকদের ভোটে তিনবার মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ দিয়েছেন। প্রিয় পৌরবাসী, আখাউড়া পৌরসভা বাংলাদেশ ও ভারতের সীমান্তে আগরতলার পাশে অবস্থিত। যার আয়তন বর্তমানে ৮.৩৩ বর্গকিলোমিটার। এবং জনসংখ্যা প্রায় ৬৫,০০০ হাজার। পৌরসভাটি ১৯৯৯ সালে ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠিত হয়। আমি দায়িত্ব নেওয়ার সময় পৌরসভা ‘গ’ শ্রেণির ছিল। দায়িত্ব গ্রহণের পর আমি আমার নিরলস প্রচেষ্টা, ব্যক্তিগত প্রচেষ্টা এবং আপনাদের সার্বিক সহযোগিতায় ধীরে ধীরে পৌরসভাকে অনেক উন্নতির দিকে নিয়ে যাচ্ছি। ফলস্বরূপ 12/03/2013 পৌরসভাটি 'গ' শ্রেণী থেকে 'খ' শ্রেণীতে উন্নীত হয়। 

পরবর্তীতে ৩০/১২/২০১৫ খ্রিঃ পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করে ২য় বারের মত মেয়র নির্বাচিত হই। আমাদের সার্বিক প্রচেষ্টায় ২২/০২/২০১৭ খ্রিস্টাব্দে পৌরসভাকে 'খ' শ্রেণী থেকে 'ক' শ্রেণীতে উন্নীত করা হয়। 

প্রিয় পৌরবাসী, আমি আপনাদের অনুরোধ করছি সময়মতো পৌর কর পরিশোধ করুন এবং শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এবং রাস্তায় বা ড্রেনে আবর্জনা ফেলবেন না। সময়মতো পৌর কর পরিশোধ এবং নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলে সহযোগিতা করলেই আখাউড়া পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভায় পরিণত করা সম্ভব। আশা করি আপনাদের সচেতনতা, সাহায্য ও সহযোগিতায় আমি আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। 


ধন‌্যবাদান্তে

মো: তাকজিল খলিফা 

মেয়র, 

আখাউড়া পৌরসভা।